এশিয়া
বিদেশে এখন
0

থাইল্যান্ডে ছয় পর্যটকের মরদেহ উদ্ধারের ঘটনায় ধোঁয়াশা

থাইল্যান্ডের অভিজাত হোটেলে ছয় পর্যটকের মরদেহ উদ্ধারের ঘটনায় ধোঁয়াশা বাড়ছে। তাদের বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

নিহতদের মধ্যে অন্তত দুইজন ভিয়েতনামিজ বংশোদ্ভূত মার্কিন নাগরিক বলে নিশ্চিত করেছে ওয়াশিংটন। বাকিরা ভিয়েতনামের নাগরিক। রাজধানী ব্যাংককের পাঁচতারকা গ্র্যান্ড হিয়াট হোটেলের পাঁচ তলার একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

চেক আউটের নির্ধারিত সময়ের ২৪ ঘণ্টা পার হয়ে যাওয়ার পর তাদের খুঁজতে গিয়ে মরদেহের সন্ধান পান হোটেলের এক কর্মী। নিহতদের দেহে কোনো আঘাত বা মারামারির চিহ্ন নেই বলে জানিয়েছে পুলিশ।

তবে হোটেলকক্ষে সাদা এক ধরনের গুঁড়োর উপস্থিতি পাওয়া গেছে। খাবার অর্ডার করলেও তা ছুঁয়েও দেখেননি অতিথিরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেত্থা থাভিসিন।