চলমান সংঘাত নিরসনে আরবের মধ্যস্ততাকারী ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তিকে বিপথে নেয়ার জন্য গাজায় ইসরায়েলি হামলা জোরদারের অভিযোগ করেছে হামাস।
অন্যদিকে ইসরায়েলের বিবৃতি, তারা হামাস যোদ্ধাদের মূল উৎপাটনের চেষ্টা চালাচ্ছে। ফিলিস্তিনের দক্ষিণ সীমান্ত শহর রাফাতে মে মাস থেকে অবস্থান করছে ইসরায়েলি বাহিনী। সেখানে বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে।
কেন্দ্রীয় গাজার ঐতিহাসিক নুসেইরাত ক্যাম্পে, পৃথক গোলাবর্ষণ ও বিমান হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। উত্তর গাজার শেখ জায়েদে ইসরায়েলি বিমান হামলায় আরো চারজন নিহত হয়েছে বলেও জানা গেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাফায় কার্যক্রম চালানো হচ্ছে। হামাস বিদ্রোহী থেকে শুরু করে টানেল এবং অন্যান্য সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে এ হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে ইসরায়েল জানায়, বিমান বাহিনী প্রায় ৪০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। যার মধ্যে স্নাইপিং এবং পর্যবেক্ষণ পোস্ট, সামরিক কাঠামো এবং বিস্ফোরক দিয়ে তৈরি ভবনও রয়েছে।
অন্যদিকে হামাসের সশস্ত্র শাখা ও মিত্র ইসলামিক জিহাদ জানায়, তাদের যোদ্ধারা ট্যাঙ্ক-বিরোধী রকেট ও মর্টার বোমা দিয়ে বেশ কয়েকটি স্থানে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়েছে।
গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলার মাধ্যমে এক হাজার ২০০ মানুষকে হত্যা ও ২৫০জনকে হামাস জিম্মি করেছে বলে অভিযোগ করে ইসরায়েল। এরপর হামাসকে পুরোপুরি দমনের কথা জানায় দেশটির সেনাবাহিনী।– রয়টার্স