এশিয়া
বিদেশে এখন
0

চীনের বেশ কয়েকটি শহরে বন্যা

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেশ কয়েকটি শহরে ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা দেখা দিয়েছে। রাস্তাঘাট ও ঘরবাড়ি ডুবে আবাসিক ভবনে আটকা পড়েছেন অনেক বাসিন্দা।

ইউবেই জেলায় একদিনে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৮ মিলিমিটার। শহরে হলুদ সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া কেন্দ্র। বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে ১৫৬টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

জলাবদ্ধতা নিরসনে খুলে দেয়া হয়েছে সড়কের ম্যানহোলের ঢাকনা। উশান শহরে বেশ কয়েকটি জায়গায় প্রবল বর্ষণে ভূমিধসের ঘটনা ঘটে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।