কয়েক সপ্তাহ ধরেই টানা বৃষ্টিতে নদ নদীর পানি বাড়ায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে ভারতের আসামসহ বেশ কিছু রাজ্য। বানের পানিতে তলিয়ে গেছে আসাম, মনিপুরের বহু ঘরবাড়ি ও ফসলি জমি। বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র ও তিস্তার পানি।
দুর্গত এলাকায় সুপের পানি ও ত্রাণের সংকটে আছেন হাজারও মানুষ। গবাদি পশুসহ এক ছাদের নিচে বসবাস করছেন অনেকে।
স্থানীয় একজন বলেন, 'মানুষ, গরু, ছাগল, পশুপাখি সবাই এক ছাদের নিচে বাস করছি। আমাদের মধ্যে কেউ খাবার পাচ্ছি না, খাওয়ার পানি নেই। বন্যার পানি লবণাক্ত, নৌকায় করে বাজারে যাচ্ছি, আমাদের কাছে টাকাও নেই।'
এদিকে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও করলা নদীর পানি বাড়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। দোকানপাট তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন জলপাইগুড়ির বাজারের ব্যবসায়ীরা। নিরুপায় হয়েই উঁচু স্থান ও ব্রিজের উপর তৈরি করা হয়েছে অস্থায়ী বাজার।
অন্যদিকে, বৃষ্টিপাত অব্যাহত থাকায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারসহ বেশকিছু রাজ্যে আগামী ১২ জুলাই পর্যন্ত ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।