আবহাওয়া দ্রুত ভালো হতে থাকায় আজ (মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি) বন্যাকবলিত এলাকাগুলোতে ফিরতে শুরু করেছেন কয়েক হাজার বাসিন্দা।
যদিও এখনো পানিবন্দি বিপুলসংখ্যক বাড়িঘর ও দোকানপাট। শনিবার থেকে প্রায় সাড়ে ছয় ফুট বৃষ্টিতে বিপর্যস্ত প্রদেশটির বিভিন্ন অঞ্চলের জনজীবন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আট হাজার স্থাপনা।
পানির তোড়ে দেশের অন্যতম প্রধান মহাসড়ক ধসে পড়ায় বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সহায়তা পাঠানো কঠিন হয়ে দাঁড়িয়েছে।
জায়গায় জায়গায় পরিবহন ও যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ক্ষতির প্রকৃত চিত্র মিলছে না।
বন্যায় প্রাণ গেছে একজনের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে অবস্থিত বলে বিধ্বংসী সাইক্লোন, ঝড় আর বন্যাপ্রবণ নর্থ কুইন্সল্যান্ড।