যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১

উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১১ জনে। বন্যা পরিস্থিতির উন্নতির আগেই রয়েছে তুষার ঝড়ের আভাস। শনিবার থেকে বন্যায় তলিয়ে গেছে কেন্টাকিসহ আশপাশের কয়েকটি অঙ্গরাজ্যের বিস্তীর্ণ অঞ্চল।

২শ' মিলিমিটারের বেশি বৃষ্টিতে ব্যারেন নদীতে পানির উচ্চতা ৩৯ ফুটের বেশি। বন্যার কারণে সোমবারও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ১৪ হাজারের বেশি স্থাপনা।

পানি সরবরাহ বন্ধ রয়েছে আরও ১৭ হাজার বাড়িঘরে। এ পর্যন্ত এক হাজারের বেশি মানুষকে উদ্ধার করেছে প্রশাসন।

উদ্ধারকাজে সহযোগিতা করছে ইন্ডিয়ানা, টেনেজি আর ওহাইও অঙ্গরাজ্য। এর মধ্যেই দেড়শ' মিলিমিটার পর্যন্ত তুষারপাতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ব্যাহত হবে বলে শঙ্কা প্রশাসনের।

এএইচ

BREAKING
NEWS
2