বৃহস্পতিবার (৬ মার্চ) দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে মুষলধারে বৃষ্টির জেরে সৃষ্টি হয় আকস্মিক এ বন্যা পরিস্থিতি। মাত্র ১২ ঘণ্টায় ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় অনেক এলাকায়।
পানির তোড়ে ভেসে যায় যানবাহন। বন্যার পানিতে ভেসে গিয়ে প্রাণ গেছে অন্তত একজনের। স্কুল থেকে নিরাপদে শিক্ষার্থীদের সরিয়ে নেয় কর্তৃপক্ষ।
পূর্বাঞ্চলে বন্ধ ঘোষণা করা হয়েছে সড়কে যান চলাচল। রোববার পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।
এর আগে গেল অক্টোবরে ভ্যালেন্সিয়াসহ দেশের তিন অঞ্চলে কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ বন্যায় প্রাণ হারায় আড়াইশ' মানুষ।