বন্যায় ডুবে গেছে ভারতের পশ্চিমবঙ্গের নিচু এলাকা
সিকিম, দার্জিলিংয়ে টানা বৃষ্টিতে আবারও ফুলেফেঁপে উঠেছে তিস্তা। প্লাবিত হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের বেশ কিছু নিচু এলাকা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারসহ বেশকিছু রাজ্যে ১২ জুলাই পর্যন্ত ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দি রয়েছে হাজারও মানুষ। রাস্তাঘাট ডুবে থাকায় ব্যবসা-বাণিজ্যে চলছে ভাটা।