দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার মধ্যেই উত্তর কোরিয়া হুমকি দেয় ভয়াবহ পরিণতির। সিউল জানায়, প্রথম ক্ষেপণাস্ত্রের ১০ মিনিট পর দ্বিতীয়টি ছোড়া হয়। প্রথমটি ৬০০ কিলোমিটার পর্যন্ত উড়ে, দ্বিতীয়টি উড়ে ১২০ কিলোমিটার পর্যন্ত। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ধ্বংস হয়ে ধ্বংসাবশেষ গিয়ে পড়েছে উত্তর কোরিয়ার অভ্যন্তরে।
পিয়ংইয়ং জানায়, গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তিপণ্য পরীক্ষা করা হয়েছে। এর একদিন আগে তিন দেশের যৌথ সামরিক মহড়ার পর এই জোটকে ন্যাটোর এশিয়ার সংস্করণ বলে উল্লেখ করে পিয়ংইয়ং। সর্বোচ্চ নেতা কিম জং উনের সময়কালে পরমাণু হামলায় সক্ষম ক্ষেপণাস্ত্র প্রস্তুত আর পরীক্ষা করছে উত্তর কোরিয়া।