এশিয়া
বিদেশে এখন
0

উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন

আগামী কয়েকদিনের মধ্যে উত্তর কোরিয়া সফরে যাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পিয়ংইয়ংয়ের বিমানবন্দর থেকে সরিয়ে ফেলা হয়েছে বেসামরিক বিমান, চলছে প্যারেডের প্রস্তুতি। উদ্বিগ্ন হয়ে এই খবর প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। যে কারণে সিউল আর ওয়াশিংটনের মধ্যে জরুরি ভিত্তিতে ফোনালাপ হয়েছে।

দক্ষিণ কোরিয়া বলছে, পুতিনের কোনোভাবেই জাতিসংঘের নীতির বিরোধিতা করে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করা উচিত নয়।

রাশিয়ার একটি সংবাদ মাধ্যমেও খবর এসেছে, পুতিন কিছুদিনের মধ্যে উত্তর কোরিয়া আর ভিয়েতনাম সফর করবেন। এর আগে গেলো সেপ্টেম্বরে উত্তর কোরিয়া সফর করেন ভ্লাদিমির পুতিন।

এসএস