ভারতের লোকসভা নির্বাচন: এখন পর্যন্ত ৬০ শতাংশ ভোট পড়েছে

0

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচন কমিশন বলছে, বিকাল ৫টা নাগাদ ৬০ শতাংশ ভোট পড়েছে।

স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টায় ভারতের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে ভোটগ্রহণ শুরু হয়। পশ্চিমবঙ্গে রেকর্ড ৭৭ শতাংশের বেশি ভোটার অংশগ্রহণ করেছে বলে জানায় দেশটির নির্বাচন কমিশন।

ভারতের এবারের জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে চায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সংসদের ৫৪৩ আসনের মধ্যে ৩৭০ আসনে জয়লাভ করার প্রত্যাশা তাদের।

আর টানা তৃতীয়বার দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে ইতিহাস গড়ার অপেক্ষায় বিজেপি নেতা নরেন্দ্র মোদি। তবে মোদি সরকার পার্লামেন্টে ২০০ আসনও পাবে না বলে দাবি করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।