এশিয়া
বিদেশে এখন
0

তুর্কির নৈশক্লাবে আগুন, ২৯ জন নিহত

তুর্কির ইস্তাম্বুল শহরে দিনের বেলায় মেরামতের কাজ চলার সময় একটি নৈশক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৮ জন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। মেরামতের জন্য নৈশক্লাবটি বন্ধ ছিল।

ইস্তাম্বুলের ইউরোপীয় অংশে বেসিকতাস জেলার একটি ১৬ তলা আবাসিক ভবনের নিচতলায় ছিল নৈশক্লাবটি। ধারণা করা হচ্ছে নিহতদের সবাই কনস্ট্রাকশন কাজের সঙ্গে জড়িত ছিলেন।

ঘটনাস্থল পরিদর্শন করে গভর্নর দাভুত গুল জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে। ক্লাবটির ম্যানেজারসহ পাঁচ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এদের মধ্যে একজন মেরামত কাজের দায়িত্বে ছিলেন।

ইএ