এশিয়া
বিদেশে এখন
যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া
সামরিক মহড়ায় আর্টিলারি ইউনিটের সঙ্গে সুপার লার্জ মাল্টিপল রকেট লঞ্চার নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কিছু ভিডিও ও ছবি প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যুদ্ধের প্রস্তুতি কতটুকু আছে, সেটাই পরীক্ষা করা হয়েছে।

এর আগে দক্ষিণ কোরিয়া আর জাপান জানায়, সমুদ্রে স্বল্প পাল্লার অনেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। যুদ্ধের পূর্বপ্রস্তুতি হিসেবে নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়ে যাচ্ছে পিয়ংইয়ং।

নিষেধাজ্ঞার কারণে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে নিষিদ্ধ উত্তর কোরিয়া।

এমএসআরএস