জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত; সরানো হলো ৬ হাজারের বেশি মানুষ

জাপানের একটি শহর
জাপানের একটি শহর | ছবি: এখন টিভি
0

জাপানের উত্তর-পূর্বাঞ্চল উপকূলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার কয়েক মিনিটের মাথায় ৪ থেকে ৫ মাত্রার তিনটি আফটারশক হয়। কয়েক ঘণ্টা পর জারি করা সুনামি সতর্কতা তুলে নেয়া হয়। উপকূলবর্তী এলাকা থেকে নিরাপদের সরিয়ে নেয়া হয়েছে ৬ হাজারের বেশি মানুষকে। আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল পৌনে ১২টার দিকে ভূকম্পনটি অনুভূত হয়। উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল ২০ কিলোমিটার। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

চার দিনের ব্যবধানে আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান। আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে দেশটির উত্তর-পূর্বাঞ্চল উপকূলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে। আওমোরি প্রিফেকচার প্রদেশের উপকূলবর্তী অঞ্চল থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে ৬ হাজারের বেশি বাসিন্দাকে।

ভূমিকম্পটি আঘাত হানার কয়েক মিনিটের মধ্যেই ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ৭ মাত্রার তিনটি আফটারশক হয়। যদিও কয়েক ঘণ্টা পরই জাপানের পূর্ব উপকূলে জারি করা সুনামি সতর্কতা তুলে নেয়া হয়। এরইমধ্যে আওমোরি প্রিফেকচার প্রদেশের হাচিনোহে শহরে ৮ ইঞ্চি উচ্চতার সামুদ্রিক ঢেউ রেকর্ড করা হয়েছে।

জাপান আবহাওয়া সংস্থা জ্যেষ্ঠ সমন্বয়কারী মাসাশি কিয়োমোতো বলেন, ‘গেল ৮ ডিসেম্বরের ভূমিকম্পের সময় যেসব এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছিলো, সেসব অঞ্চলে আগামী এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ৬ বা এর বেশি মাত্রার ভূমিকম্প হতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সামনের ভূমিকম্পের মাত্রা আরও বাড়তে পারে।’

আরও পড়ুন:

এদিকে, ভূমিকম্পটি মেগাকম্পের সতর্কতার আওতায় পড়েনি বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। এই অঞ্চলের আশপাশে থাকা পারমাণবিক স্থাপনাগুলো সুরক্ষিত অবস্থায় আছে। গেল সোমবারের ভূমিকম্পের পর, উত্তরে হোক্কাইডো থেকে টোকিওর পূর্বে চিবা পর্যন্ত বিস্তৃত অঞ্চলে এক সপ্তাহের মধ্যে ফের ভূমিকম্প হতে পারে বলে বাসিন্দাদের সতর্ক করেছিল জাপান সরকার।

গেল সোমবার একই এলাকায় ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে আহত হয় অর্ধশত মানুষ। ফাটল দেখা দেয় রাস্তাঘাট, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনায়। সুনামি সতর্কতা জারির পর ইওয়াতে জেলায় ৭০ সেন্টিমিটার পর্যন্ত উঁচু ঢেউ আঘাত হানার খবর পাওয়া যায়।

ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত জাপান। এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেশটির নৈমিত্তিক ব্যাপার হলেও সাম্প্রতিক ভূমিকম্পে নড়েচড়ে বসেছে সরকার। এ অঞ্চলে ৮ বা এর চেয়ে বড় মাত্রা তীব্র ভূমিকম্প আঘাত হানতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

এফএস