জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প, আহত ৩০

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি ভবন
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি ভবন | ছবি: সংগৃহীত
0

৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে জাপানে অন্তত ৩০ জন আহত হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের ৯০ হাজার বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

তবে, সুনামি সতর্কতা জারির পর তা শিথিল করে দুর্যোগকালীন নিয়মকানুন মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে। উত্তর উপকূলে ২ থেকে আড়াই ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়েতে দেখা গেছে।

আগামী এক সপ্তাহে আফটার শক আঘাত হানার শঙ্কা থাকায় উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

মন্ত্রিসভার সচিব মিনোরু কিহারা জানিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ও জরুরি সেবাদানকারী দলগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। তবে এখনও পর্যন্ত বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস'র তথ্য অনুযায়ী, জাপানে ভূমিকম্প তীব্রতা নির্ধারণের ১ থেকে ৭ মাত্রার স্কেলে হাচিনোহে শহরে উচ্চ ৬ মাত্রার কম্পন রেকর্ড করা হয়। এর অর্থ, সোমবারের ঐ ভূমিকম্প আঘাত হানার সময় হামাগুড়ি ছাড়া নড়াচড়া করা সম্ভব ছিল না।

এএইচ