জম্মু-কাশ্মীরে মোদির বিনিয়োগের ঘোষণা

0

সংঘাতকবলিত জম্মু-কাশ্মীরে ৪০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পাকিস্তানের সীমান্তঘেঁষা অঞ্চলটিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বিনিয়োগে আগ্রহী বলেও দাবি করেন তিনি।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) নয়াদিল্লি ও ইসলামাবাদের দ্বন্দ্বের কেন্দ্রে থাকা ভারতের একমাত্র মুসলিম অধ্যুষিত অঞ্চল জম্মু-কাশ্মীরে সফর করেন মোদি। এদিন বিদ্যুৎচালিত একটিসহ দুটি রেল প্রকল্প উদ্বোধন করেন তিনি।

জম্মুতে এক জনসমাবেশে বলেন, কাশ্মীরে সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ, অপহরণ, বোমা হামলার মতো ঘটনা সত্ত্বেও অঞ্চলটির উন্নয়ন ঘটছে। সম্প্রতি আরব আমিরাত ও কাতার সফর থেকে ফেরা প্রধানমন্ত্রী আরও বলেন, পারস্য উপসাগরীয় দেশগুলো কাশ্মীরে বিনিয়োগের বিষয়ে ইতিবাচক।

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্ত এলাকায় অস্ত্রবিরতি কার্যকর রয়েছে। তা সত্ত্বেও সীমান্তে বেশ কয়েকটি বড় যুদ্ধ এবং অসংখ্য বিচ্ছিন্ন সংঘর্ষে জড়িয়েছে দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান।