আজ (সোমবার, ১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে ডাকসুর উদ্যোগে আয়োজিত কর্মসূচি ঘিরে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, ‘বিজয় দিবসে সবাইকে প্রতিজ্ঞা করতে হবে যারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট করতে চায় ও যাদের নকশায় হাদিকে গুলি করা হয়েছে তাদের যেখানেই পাবে আইনের অধীনে তুলে দিতে হবে।’
আরও পড়ুন:
এসময় বিজয় দিবস ঘিরে ডাকসুর দিনব্যাপী কর্মসূচিও তুলে ধরেন ডাকসু ভিপি। তিনি জানান, আগামীকাল (মঙ্গলবার, ১৬ ডিসেম্বর) ভোর ৬টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবে ডাকসুর প্রতিনিধিদল।
এদিন বেলা ১১টায় ভিসি চত্বর থেকে ৫০০ সাইক্লিস্ট নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করা হবে। এরপর বাদ আসর মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে দোয়া মাহফিল করার কথাও জানান তিনি।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ডাকসুর উদ্যোগে পুরো বিজয়ের মাস জুড়েই বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরা হয় এ সংবাদ সম্মেলনে।





