বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত খবরে বলা হয়, প্রবল বৃষ্টির কারণে রবিবার (২১ জুলাই) রাতে দক্ষিণ ইথিওপিয়ার গোফা জোনে ভূমিধসের কারণে মানুষ চাপা পড়ে এবং সোমবার (২২ জুলাই) দ্বিতীয় দফায় ধসের ঘটনায় উদ্ধার অভিযানে নিয়োজিতরাও ক্ষতিগ্রস্ত হয়।
এক প্রতিবেদনে ইউএনওসিএইচএ জানায়, স্থানীয় কর্তৃপক্ষের তথ্যানুযায়ী ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা ৫শ' ছাড়িয়ে যেতে পারে। এর আগে মঙ্গলবার (২৩ জুলাই) ইথিওপিয়ার জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কমিশন ২২৯ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছিল।
গোফা জোনের একজন প্রশাসক দাগমাউই আয়েলে বলেন, ‘এখন পর্যন্ত ২২৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বাকিদের মরদেহ উদ্ধারে কাজ চলছে।’
তিনি আরও বলেন, ‘ভূমিধ্বসের এলাকায় প্রবেশ করা খুবই বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে।’





