এক বিবৃতিতে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, পদত্যাগ করা মানেই অপরাধ স্বীকার করে নেওয়া না। গত মাসে দুর্নীতি তদন্তের অংশ হিসেবে তার বাসভবনে প্রায় ৫ ঘণ্টার তল্লাশি অভিযান চালায় পুলিশ।
সামরিক সরঞ্জাম ফেরত পাঠানোর এক টেন্ডার পাশের জন্য মাপিসা-নকাকুলার এক ব্যক্তির কাছ থেকে ১ লাখ ২০ হাজার ডলার ঘুষ নেওয়ার অভিযোগ উঠে।
বর্ণবাদবিরোধী সংগ্রামের এই প্রবীণ রাজনীতিবিদ ২০২১ সালে দেশটির স্পিকার হন। এর আগে তিনি ৯ বছর প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি এমন এক সময়ে পদত্যাগ করেছেন, যখন তার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস আগামী মাসে সাধারণ নির্বাচনের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে।