৮০ বছর আগে বিশ্বব্যাপী শান্তি আনতে প্রতিষ্ঠা হয় জাতিসংঘ। তবে ট্রাম্পের বোর্ড অব পিসের কারণে সংস্থাটি এখন ঝুঁকিতে পড়েছে। এরমধ্যে ট্রাম্প নিজেই জানালেন জাতিসংঘের বিকল্প হিসেবে কাজ করবে তার তৈরি করা ‘বোর্ড অব পিস’।
এই বোর্ডের চেয়ারম্যান ডোনাল্ড ট্রাম্প নিজেই। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, তিনি এ পদে অনির্দিষ্টকালের জন্য থাকবেন। এমনকি প্রেসিডেন্টের মেয়াদ শেষেও তিনি এটির দায়িত্ব পালন করে যেতে পারবেন।
আরও পড়ুন:
বোর্ড অব পিসে ১ বিলিয়ন ডলার দিলে স্থায়ী সদস্যপদ দেয়া হবে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন জানিয়েছে তারা এতে যুক্ত হবে।
ট্রাম্প এ বোর্ডের সদস্য হতে বিশ্বের শক্তিধর দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানাচ্ছেন। এরমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আছেন।
তাকে আমন্ত্রণ জানানোর বিষয়টি ইউরোপের দেশগুলোর মধ্যে সতর্কতা তৈরি করেছে। কারণ পুতিন নিজে ২০২২ সাল থেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছেন।




