চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাচ্ছে চীন। সেই সঙ্গে অবিলম্বে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে মুক্তি প্রদান, ভেনেজুয়েলার সরকারকে পতনের হাত থেকে রক্ষা এবং সংলাপ ও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ইস্যুগুলো সমাধানের দাবি জানানো হচ্ছে।’
আরও পড়ুন:
কারাকাসে চালানো এ হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।





