এদিন, প্রতিবাদী জনতার ঢল নামে নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারে। বাদ পড়েনি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। হোয়াইট হাউজের সামনে জড়ো হয়ে ট্রাম্প-বিরোধী স্লোগান দিতে দেখা গেছে বিক্ষোভকারীদের। খোদ মার্কিন নাগরিকদের একাংশ মনে করে, ভেনেজুয়েলার জ্বালানি তেল, স্বর্ণ ও খনিজ উপাদানের ওপর নজর থাকায় এই সামরিক অভিযানের নির্দেশ দিয়েছেন ট্রাম্প।
আরও পড়ুন:
মাদুরোকে আটকের পর রাত থেকেই মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে ছিলেন, আর্জেন্টিনা, কলোম্বিয়া, গ্রিস, স্পেন, ইতালি, কিউবা ও মেক্সিকোর সাধারণ মানুষ। এদিকে, মার্কিন ঔপনিবেশিক আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বেশিরভাগ ভেনেজুয়েলান।





