ভেনেজুয়েলা সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

গুস্তাভো পেত্রো ও নিকোলাস মাদুরো
গুস্তাভো পেত্রো ও নিকোলাস মাদুরো | ছবি: এখন টিভি
0

ভেনেজুয়েলা সীমান্তে সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। যুক্তরাষ্ট্রের হামলার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হয়েছেন বলে ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, তার পরিপ্রেক্ষিতে পেত্রো এ নির্দেশ দেন।

বোগোতা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ওয়াশিংটনের পদক্ষেপকে লাতিন আমেরিকার সার্বভৌমত্বের ওপর ‘আক্রমণ’ হিসেবে বর্ণনার পাশাপাশি এর ফলে মানবিক সংকট সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন পেত্রো।

পরিস্থিতি সংলাপের মাধ্যমে সমাধান সম্ভব উল্লেখ করলেও বামপন্থী এ নেতা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, তিনি ভেনেজুয়েলা সীমান্তে নিরাপত্তা বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

তবে, মাদুরো আটক হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি পেত্রো। যদিও ভেনেজুয়েলার এ নেতা আঞ্চলিকভাবে তার সরকারের অন্যতম ঘনিষ্ঠ মিত্র।

এর আগে কলম্বিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (ওএএস) ও জাতিসংঘের তাৎক্ষণিক বৈঠক আহ্বান করেন।

চলতি বছর কলম্বিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে রয়েছে, যা তাকে এই আহ্বান জানানোর সুযোগ দিয়েছে।

এএইচ