১৮ ঘণ্টাও নেভানো যায়নি হংকংয়ের আগুন; নিহতের সংখ্যা বেড়ে ৪৪

হংকংয়ের অগ্নিকাণ্ডে
হংকংয়ের অগ্নিকাণ্ডে | ছবি: সংগৃহীত
0

হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো শহরের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ২৭৯ জন। অগ্নিকাণ্ডের ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন।

এছাড়া, ক্ষতিগ্রস্ত কমপ্লেক্সের সামনে নিখোঁজদের সন্ধানে ভিড় করছে আত্মীয়-স্বজনরা।

আগুন নেভাতে বর্তমানে ৭০০ জনেরও বেশি দমকলকর্মী কাজ করছে বলে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এক বিবৃতিতে হংকংয়ের সরকার জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২৬ নভেম্বর) বেলা পৌনে ৩টার দিকে ওয়াং ফুক কোর্টের একাধিক বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন:

প্রচণ্ড তাপ ও ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসকর্মীরা কমপ্লেক্সের উপরের তলাগুলোতে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছে হংকং পুলিশ।

যেসব ভবনে আগুন লেগেছে, সেখানে সাড়ে চার হাজারেরও বেশি মানুষ বসবাস করতেন বলে জানা যাচ্ছে। তাদের অনেকেই ভবনগুলোতে আটকে পড়েছেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন কর্মকর্তারা।

এছাড়া এক হাজারেরও বেশি বাসিন্দাকে পাশের একটি আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছেন পো জেলা কাউন্সিলর মুই সিউ-ফুং।

অন্যদিকে, আগুনের ঘটনায় তিন নির্মাণ কোম্পানির নির্বাহীকে গ্রেপ্তার করা হয়েছে।

কমপ্লেক্সটিতে বাঁশ ও পলিস্টাইরিন ফোমসহ অন্যান্য দাহ্য পদার্থের উপস্থিতি থাকায় অবহেলার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

সেজু