ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া

বন্যায় বলিভিয়ার পরিস্থিতি
বন্যায় বলিভিয়ার পরিস্থিতি | ছবি: সংগৃহীত
0

ভারী বৃষ্টপাতের কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। বন্যার পানি কমতে শুরু হওয়ায় ক্রমেই স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। এখনও অঞ্চলটিতে নিখোঁজ রয়েছে অন্তত ৬ জন। এছাড়া, দুর্যোগটিতে কোনো প্রাণহানির খবর না পাওয়া গেলেও আহত হয়েছে অনেকে।

রয়টার্স জানায়, দুর্যোগটিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলিভিয়ার সামাইপাতা অঞ্চলে। বেশিরভাগ জায়গায় উপড়ে পড়েছে গাছপালা। ধ্বংসাবশেষ ও জমে থাকে কাঁদা-পানি পরিষ্কারে কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন:

এদিকে, সংকট মোকাবিলায় দ্রুত বলিভিয়া সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন সামাইপাতা নগর কর্তৃপক্ষ।

ইএ