কপের ৩১তম আসরের আয়োজক হতে চায় না অস্ট্রেলিয়া

কপ সম্মেলন
কপ সম্মেলন | ছবি: সংগৃহীত
0

আগামী বছর তুরস্কের সঙ্গে যৌথভাবে জলবায়ু শীর্ষ সম্মেলন কপের ৩১তম আসরের আয়োজক হতে চায় না অস্ট্রেলিয়া। মেলবোর্নে সাংবাদিকদের সঙ্গে কথার বলার সময় এমনটাই জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

তিনি জানান, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ফ্রেমওয়ার্কে যৌথ আয়োজক হওয়ার কোনো সুযোগ নেই। ২০২২ সালে তুরস্ক ও অস্ট্রেলিয়া উভয় দেশই কপ- ৩১ আয়োজনের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দেয়।

বিশ্ব জলবায়ুর হালচাল নিয়ে আলোচনার একটি শীর্ষ প্ল্যাটফর্ম কপ। কিন্তু সাম্প্রতিক সময়গুলোতে বিভিন্ন কারণে জৌলুস হারাচ্ছে সম্মেলনটি। এটি বর্তমানে আয়োজক দেশগুলোর অভ্যন্তরীণ অর্থনৈতিক সম্ভাবনা অন্যান্যদের কাছে তুলে ধরার ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে।

এএইচ