সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ঝড়টি ঘণ্টায় ৯০ কিলোমিটার গতিতে বাহমা দীপপুঞ্জ অতিক্রম করছে। বৃহস্পতিবার রাতে বারমুডা দিয়ে অতিক্রম করার কথা রয়েছে মেলিসার। মঙ্গলবার ক্যাটাগরি ৫ মাত্রায় প্রথমে জ্যামাইকায় আঘাত হানে হারিকেন মেলিসা। এতে নিহত হন অন্তত ৪ জন। বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৭৭ শতাংশ অঞ্চল।
আরও পড়ুন:
যদিও এরইমধ্যে স্বাভাবিক হতে শুরু করেছে সেখানকার বিমানবন্দরে ফ্লাইট চলাচল। জ্যামাইকার পরে হাইতিতে আঘাত হানলে এতে নিহত হয়েছে অন্তত ২৪ জন। ব্যাপক বন্যা দেখা দেয় সেখানে। বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবন। কিউবাতেও দেখা দিয়েছে ভয়াবহ বন্যা।




