ক্যারিবিয়ান অঞ্চলে হারিকেন মেলিসার আঘাত, নিহত ৭

হারিকেনের ক্ষতি থেকে বাঁচতে সরিয়ে নেয়া হচ্ছে স্পিডবোট
হারিকেনের ক্ষতি থেকে বাঁচতে সরিয়ে নেয়া হচ্ছে স্পিডবোট | ছবি: রয়টার্স
0

ক্যারিবিয়ান অঞ্চলে ইতিহাসের অন্যতম ভয়াবহ হারিকেন মেলিসার আঘাতে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। ঘণ্টায় ২৯৫ কিলোমিটার বেগে ক্যাটাগরি ৫ মাত্রার হারিকেনটি জ্যামাইকা উপকূলে আঘাত হানে।

এরপর সেটি ধীরে ধীরে দুর্বল হয়ে ক্যাটাগরি ৩ মাত্রায় রূপ নিয়ে জ্যামাইকার উত্তর উপকূল থেকে কিউবার দিকে অগ্রসর হচ্ছে। হারিকেন মেলিসার প্রভাবে জ্যামাইকাসহ আশেপাশের বেশ কয়েকটি অঞ্চলে ৩০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে।

জ্যামাইকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘরবাড়ি, হাসপাতাল, স্কুলসহ বিভিন্ন অবকাঠামো ও স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মেলিসার আঘাতে জ্যামাইকায় তিনজন, হাইতিতে তিনজন এবং ডোমিনিকান রিপাবলিকানে একজনের মৃত্যু হয়েছে।

এএইচ