এরপর সেটি ধীরে ধীরে দুর্বল হয়ে ক্যাটাগরি ৩ মাত্রায় রূপ নিয়ে জ্যামাইকার উত্তর উপকূল থেকে কিউবার দিকে অগ্রসর হচ্ছে। হারিকেন মেলিসার প্রভাবে জ্যামাইকাসহ আশেপাশের বেশ কয়েকটি অঞ্চলে ৩০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে।
জ্যামাইকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘরবাড়ি, হাসপাতাল, স্কুলসহ বিভিন্ন অবকাঠামো ও স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মেলিসার আঘাতে জ্যামাইকায় তিনজন, হাইতিতে তিনজন এবং ডোমিনিকান রিপাবলিকানে একজনের মৃত্যু হয়েছে।





