চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে গ্যাস, সয়াবিন ও পিকআপ ক্রয় করবে জাপান। অন্যদিকে গুরুত্বপূর্ণ খনিজ পাবে যুক্তরাষ্ট্র। বিনিয়োগ করবে জাহাজ নির্মাণেও। সামরিক শক্তি বাড়াতে পারস্পরিক সহযোগিতার বিষয়েও হয় সমঝোতা।
আরও পড়ুন:
দ্বিপাক্ষিক বাণিজ্যে সমতা আনতে একমত হন ট্রাম্প-তাকাইচি। জাপানের ওপর ১৫ শতাংশ শুল্ক নির্ধারণের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া, দীর্ঘদিনের সুসম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিশ্চিতে ‘সোনালি যুগ; শিরোনামে আরও একটি কৌশলগত সমঝোতায় স্বাক্ষর করেন ট্রাম্প-তাকাইচি।





