দুর্লভ খনিজ চুক্তি সই করলো জাপান-যুক্তরাষ্ট্র

জাপান-যুক্তরাষ্ট্রের খনিজ চুক্তি সই
জাপান-যুক্তরাষ্ট্রের খনিজ চুক্তি সই | ছবি: সংগৃহীত
0

গুরুত্বপূর্ণ ও বিরল খনিজ পেতে জাপানের সঙ্গে চুক্তি করলো যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টোকিও সফরে হয়েছে কৌশলগত সমঝোতা। দ্বিপাক্ষিক বৈঠক শেষে ৫৫০ বিলিয়ন ডলারের চুক্তিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। খবর সিএনএন নিউজ।

চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে গ্যাস, সয়াবিন ও পিকআপ ক্রয় করবে জাপান। অন্যদিকে গুরুত্বপূর্ণ খনিজ পাবে যুক্তরাষ্ট্র। বিনিয়োগ করবে জাহাজ নির্মাণেও। সামরিক শক্তি বাড়াতে পারস্পরিক সহযোগিতার বিষয়েও হয় সমঝোতা।

আরও পড়ুন:

দ্বিপাক্ষিক বাণিজ্যে সমতা আনতে একমত হন ট্রাম্প-তাকাইচি। জাপানের ওপর ১৫ শতাংশ শুল্ক নির্ধারণের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া, দীর্ঘদিনের সুসম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিশ্চিতে ‘সোনালি যুগ; শিরোনামে আরও একটি কৌশলগত সমঝোতায় স্বাক্ষর করেন ট্রাম্প-তাকাইচি।

এসএইচ