ক্যারিবীয় সাগরে মার্কিন সেনাদের মাদকবিরোধী অভিযান, নিহত ৬

মাদকবাহী সন্দেহে মার্কিন সেনাদের হামলাকৃত জাহাজ
মাদকবাহী সন্দেহে মার্কিন সেনাদের হামলাকৃত জাহাজ | ছবি: সিএনএন
0

ক্যারিবীয় সাগরে মাদকবাহী একটি জাহাজে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। অভিযানে যুক্তরাষ্ট্রের সেনাদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন ছয় সন্দেহভাজন মাদককারবারি।

স্থানীয় সময় গতকাল (শুক্রবার, ২৪ অক্টোবর) এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। জাহাজটিকে ভেনেজুয়েলাভিত্তিক অপরাধচক্র ট্রেন দে আরাগুয়া পরিচালনা করছিল বলেও জানান তিনি। 

যদিও নৌযানটিতে কী বহন করা হচ্ছিল, সে বিষয়ে কোনো তথ্য দেননি হেগসেথ। সামাজিক মাধ্যমে হেগসেথের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটি বিস্ফোরিত হয়।

আরও পড়ুন:

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আঞ্চলিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয় বলেও জানান হেগসেথ।

এসএইচ