স্থানীয় সময় শুক্রবার (২৪ অক্টোবর) এ নিষেধাজ্ঞা দেয়া হয়। পেট্রোর স্ত্রী ও পুত্র এবং কলম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আরমান্দো বেনেদেত্তির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর আগে, গেলো সপ্তাহে কলম্বিয়ার ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প।
আরও পড়ুন:
পেট্রো ক্ষমতা গ্রহণের পর কয়েক দশকের মধ্যে কলম্বিয়ায় মাদক উৎপাদন উল্লেখযোগ্য হারে বেড়েছে এবং তা যুক্তরাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করছে বলে অভিযোগ করেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট।
তবে কয়েক দশক ধরে মাদক পাচারের বিরুদ্ধে লড়াই করার দাবি করেছেন পেট্রো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে এমন দাবি করেন তিনি।





