যুক্তরাষ্ট্রের মসনদে বসেই বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চহারে সম্পূরক শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ শুল্কের জেরে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয় মার্কিন মিত্র রাষ্ট্রগুলোরও। যার অন্যতম উদাহরণ ভারত ও কানাডা। ট্রাম্পের আগের মেয়াদে এ দুই দেশ মিত্রদেশের ভূমিকায় থাকলেও শুল্ক ইস্যু কেন্দ্র করে এবার সম্পর্ক গিয়ে ঠেকেছে তলানিতে।
বিভিন্ন দেশ তাদের ওপর আরোপিত শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে। যার ব্যতিক্রম ছিলো না কানাডাও। তবে এবার কানাডার সঙ্গে শুল্ক ইস্যুতে সমঝোতার পথ বন্ধ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন:
এ নিয়ে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন তিনি। বলেন, ‘কানাডার সঙ্গে শুল্ক ইস্যুতে সব ধরণের আলোচনার এখানেই সমাপ্তি’।
কারণ হিসেবে ট্রাম্প উল্লেখ করেন, ৭৫ হাজার ডলারে নির্মিত মার্কিন শুল্কবিরোধী বিজ্ঞাপন প্রচার করেছে কানাডা। যেখানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের কণ্ঠে ট্যারিফবিরোধী তথ্যপ্রচার করা হয়েছে। প্রতিশোধমূলক মনোভাব থেকেই একটি দেশের ওপর শুল্ক আরোপ করা হয় বলেও তুলে ধরা হয় ঐ বিজ্ঞাপনে। তবে, ট্রাম্পের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি অটোয়া।
কানাডীয় পণ্যের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। তাদের মোট পণ্যের চার ভাগের তিন ভাগই রপ্তানি হয় সেখানে। বিবিসির তথ্যমতে, যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় ২৭০ কোটি ডলার মূল্যের পণ্য ও সেবা রপ্তানি করে কানাডা।





