পেরুতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিক্ষোভকারীদের

পেরুতে সরকারবিরোধী আন্দোলন
পেরুতে সরকারবিরোধী আন্দোলন | ছবি: সংগৃহীত
1

দেশের আইন ও গণতান্ত্রিক ধারার পরিবর্তনসহ বেশকিছু দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে পেরুর জেনজি বিক্ষোভকারীরা। এক সংবাদ সম্মেলনে জেনজিদের আন্দোলনের মুখপাত্র এ ঘোষণা দেন।

তাদের প্রস্তাবিত দাবির মধ্যে অন্যতম কংগ্রেসের পরিবর্তন, আইন প্রণেতাদের পুনর্নির্বাচন ব্যবস্থার অবসান ঘটানো, দ্বি-কক্ষীয় ব্যবস্থা বাতিল করা এবং গণভোটের অধিকার পুনরুদ্ধার করা। একই সাথে সরকারের চাপ সত্ত্বেও বিক্ষোভ করার সাংবিধানিক অধিকার ছেয়েছে তারা।

আরও পড়ুন:

দেশটির তরুণ প্রজন্মের এই বিক্ষোভের সঙ্গে একাত্মতা জানিয়েছে পরিবহন চালক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। সরকারের সীমাহীন দুর্নীতি, আর্থিক কেলেঙ্কারি এবং অর্থনৈতিক অস্থিরতায় হতাশ দেশটির নাগরিকেরা।

ইএ