প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। টানা বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। হতাহত ছাড়াও নিখোঁজ রয়েছেন অনেকে।
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে কয়েকদিনের একটানা ভারী বৃষ্টিতে নদীর পানি উপচে পড়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বেশ কিছু জায়গায় ভুমিধসের ঘটনায়ও ঘটেছে। এতে দেশটির বিভিন্ন এলাকায় প্রাণহানির পাশাপাশি নিখোঁজ হয়েছেন অনেকে।
ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রায় এক হাজার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দাদের একজন বলেন, ‘এর জন্য কেউ প্রস্তুত ছিলো না। বন্যার পানি এরইমধ্যে দেড় মিটার উচ্চতা অতিক্রম করেছে। সবকিছু প্লাবিত হয়েছে। সবকিছুরই ভয়াবহ ক্ষতি হয়েছে।’
একই অবস্থা ইউরোপের দেশ স্পেনেও। ভারী বৃষ্টিপাতের কারণে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ফ্লাইট বাতিল করাসহ স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। আগামী কয়েকদিনও মাঝারি থেকে মুষলধারে বৃষ্টি হতে পারে বলেও সর্তক করেছে আবহাওয়া বিভাগ।
আরও পড়ুন:
বিধ্বংসী বন্যা ভূমিধসের পর এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি নেপালের বাসিন্দারা। পানির নিচে আংশিক ডুবে আছে ঘরবাড়ি, মানবেতর জীবন কাটাচ্ছে মানুষজন। সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে শিশুরা।
দেশটির মানবিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন নেপাল জানিয়েছে, পুনরুদ্ধার কার্যক্রম চলছে, তবে সব হারানোর মানসিক আঘাত মেনে নেয়া শিশুদের জন্য খুব কঠিন।
ওয়ার্ল্ড ভিশন নেপালের জাতীয় পরিচালক রসলিন গ্যাব্রিয়েল বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে, তারা যেন আর কোনো ঝুঁকিতে না পড়ে, সম্প্রদায় যেন তাদের সুরক্ষা নিশ্চিত করে। আমরা জানি, যে কোনো দুর্যোগে শিশুরা বড় ঝুঁকিতে থাকে। আমরা চাই তাদের জন্য সহায়তামূলক ব্যবস্থা ও কাউন্সেলিং চালু করা হোক। যাতে তারা এ মানসিক আঘাত মোকাবিলা করতে পারে।’





