পশ্চিম জার্মানির শহর এসেন যেন এক আলোর মেলা। আলোর ঝলকানিতে উৎসবের নগরীতে রূপ নিয়েছে এই শহর। গানের তালে আলোর মিছিলে বুদ সবাই। চলতি মাসের ২রা অক্টোবর শুরু হয় এসেন লাইট ফেস্টিভ্যাল। এবারের থিম ইম্যাজিন পিস। আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্য।
১২৬টি আলোক নিয়ে সাজানো হয় হাউস অব কার্ডস। আলোর মাধ্যমে প্রদর্শন করা হয় শিল্পী ক্লডিয়া রেহের ‘ফ্র্যাকশনস’ নামের শান্তির প্রতীক।
জমকালো এ আলোর খেলা দেখতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা দর্শনার্থীদের পাশাপাশি আয়োজনে অংশ নেন স্থানীয় বাসিন্দারাও। বর্ণিল আলোর নেচে গেয়ে উচ্ছ্বসিত সবাই।
প্রায় এক দশক আগে অল্প সংখ্যক স্থাপনা ফুটিয়ে তুললেও বর্তমানে দর্শনার্থী ও বাজেটের দিক থেকে ইউরোপের ১০টি আলোক উৎসবের মধ্যে স্থান করে নিয়েছে এসেন লাইট ফেস্টিভ্যাল।
আরও পড়ুন:
স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘আলোক উৎসবের একটি ভালো দিক হল এটি আন্তর্জাতিক এবং অনেক সংস্কৃতির মেলবন্ধন। সবাই শিল্পের সঙ্গে মিশে যায়, আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় শান্তি ও সম্প্রীতি। এসেন আলোক উৎসব দশ বছর ধরে খুব ভালোভাবে উদযাপিত হয়ে আসছে।’
আরকেজন বলেন, ‘আমার কাছে শান্তি হলো এ ধরনের আলো তৈরি করার স্বাধীনতা। শান্তি হলো চুম্বনের মতো, এর মাধ্যমে আপনি অনেক কিছু ফুটিয়ে তুলতে পারবেন।’
আয়োজকদের মধ্যে একজন বলেন, ‘এই প্রকল্পের ধারণা ছিল এমন কিছু ইনস্টলেশন করা যাতে আপনি যেকোনো শহরের সংস্কৃতি তুলে ধরতে পারেন। অনুষ্ঠানে কোনো অপচয় নেই, কোনো উপাদান নষ্ট হয় না। তাই আমরা আলোর মাধ্যমে তা করতে পেরেছি।’
দর্শনার্থীদের মধ্যে একজন বলেন, ‘এটা অসাধারণ। এটা আমার প্রথমবার নয়, তৃতীয়বারের মতো আমি এই আয়োজন উপভোগ করছি। শহরটি আলোকিত, সঙ্গীত ভালো, মানুষ দুর্দান্ত এবং, আমি বলতে চাই, এটি একটি দুর্দান্ত পরিবেশ।’
আরেকজন বলেন, ‘আমি আলোর চিত্রগুলোর সঙ্গে ভালোভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারি। আলোর বুদবুদের ভিতরে যেয়ে আমার বন্ধুদের সঙ্গে ছবি তুলেছি। এটি খুব, খুব দুর্দান্ত ছিল।’
চলতি বছর দশ বছরে পা দিল জার্মানির এসেন লাইট ফেস্টিভ্যাল। উৎসবের পর্দা নামবে ১২ অক্টোবর।





