তাদের উদ্ধারে অভিযান চলছে। তবে ধারণা করা হচ্ছে, নিখোঁজদের কেউ-ই আর বেঁচে নেই।
এবিসি নিউজ জানায়, গতকাল (শুক্রবার, ১০ অক্টোবর) স্থানীয় সময় সকালে ন্যাশভিল থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে অবস্থিত ম্যাকওয়েনের অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমে বিস্ফোরণের ঘটনা ঘটে।
আরও পড়ুন:
বিস্ফোরণে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর একজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। তবে মোট হতাহতের প্রকৃত সংখ্যা জানা যায়নি। বিস্ফোরণ স্থানের পাশে নিখোঁজদের খোঁজে ভিড় করছেন স্বজনরা।
বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলছে। অ্যাকুরেট এনার্জি সিস্টেম বিস্ফোরক তৈরি, পরিচালনা ও সংরক্ষণ করে থাকে বলে জানা গেলেও বিস্ফোরণের প্রকৃত কারণ বা প্রাথমিকভাবে কারখানাটির নিরাপত্তাজনিত কোনো ত্রুটি সম্পর্কে এখনো জানা যায়নি।





