যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর গত (সোমবার, ২৯ সেপ্টেম্বর) রুদ্ধদ্বার বৈঠক গাজা যুদ্ধ বন্ধে আশার আলো দেখাচ্ছে। শান্তিচুক্তির ২০ দফা প্রস্তাবে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এবার অপেক্ষা হামাসের সম্মতির।
হামাস এ যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হবে বলে আশা করছেন ট্রাম্প। যদিও প্রস্তাবিত শর্তে বরাবরের মতোই হামাস নির্মূলের নীল নকশায় পাকাপোক্তভাবেই অনড় এ দুই নেতা।
যদিও জেনে বুঝেই ট্রাম্পের এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন মধ্যপ্রাচ্যসহ ইউরোপের নেতারা। ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়নে দু’পক্ষকে এক হয়ে কাজ করার আহ্বান জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। জিম্মিদের মুক্তি দিয়ে হামাসকে আত্মসমর্পণের কথা বলেন তিনি।
ফিলিস্তিনে দ্বি-রাষ্ট্রনীতি বাস্তবায়নে ও গাজায় দীর্ঘ মেয়াদে শান্তি ফেরাতে ট্রাম্পের শান্তিচুক্তি প্রস্তাব বেশ কার্যকর ভূমিকা রাখবে বলে মত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর। এছাড়াও এর মধ্য দিয়ে আলোচনার পথ এগিয়েছে বলে দাবি তার।
অভিনন্দন জানিয়েছেন, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও। মধ্যপ্রাচ্যের ইতিহাসে একে ঐতিহাসিক জয় বলছেন তিনি।
মুসলিমদের অন্যতম কাণ্ডারি হিসেবে খ্যাত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানও মধ্যপ্রাচ্য সংকট সমাধানে ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন। যুদ্ধবিরতি কার্যকরে আঙ্কারা পাশে থাকবে বলেও প্রতিশ্রতি দেন তিনি।
তুরস্ক ছাড়াও এ প্রস্তাবে সম্মত জানিয়েছে, সৌদি আরব, কাতার, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, আরব আমিরাত, ইন্দোনেশিয়াসহ বিশ্বের মুসলিমদেশগুলো। এক যৌথ বিবৃতিতে এ কথা জানান তারা।
আরও পড়ুন:
ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও। এরইমধ্যে দিয়ে ফিলিস্তিনে দুই রাষ্ট্রনীতি প্রতিষ্ঠা হবে বলে প্রত্যাশা তার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও গাজা শান্তিচুক্তিকে স্বাগত জানিয়েছেন।
ট্রাম্পের শান্তিচুক্তি প্রস্তাববে গাজা যুদ্ধ বন্ধে টার্নিং পয়েন্ট বলছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তাই দু’পক্ষকেই রাজি হওয়ার আহ্বান তার। ট্রাম্পের এ প্রস্তাবে ইতিবাচক সাড়া মিলেছে নেতানিয়াহু ও ইসরাইলের বাসিন্দাদের পক্ষ থেকেও।
ট্রাম্পের এবারের যুদ্ধবিরতি প্রস্তাবে যখন বিশ্ব নেতারা এক হয়েছেন, তখন অপেক্ষা কেবল হামাসের সম্মতির। তবে আদৌ হামাস এতে রাজি হবে কীনা তা নিয়ে শঙ্কা বিশ্লেষকদের।





