আন্দোলনকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে ও পুলিশি ব্যারিকেড ভেঙে সরকারবিরোধী স্লোগান দিতে থাকে। তাদের দমাতে টিয়ারশেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এতে আহত হয় অনেকে।
আরও পড়ুন:
বিক্ষোভকারীদের অভিযোগ তাদের শান্তিপূর্ণ আন্দোলনে কোনো কারণ ছাড়াই হামলা চালিয়েছে পুলিশ। গেল এক সপ্তাহ ধরে পেরুর প্রেসিডেন্ট বোলুয়ার্ত প্রশাসনের দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে রাস্তায় নামে দেশটির জেন-জিরা।
এছাড়া, সম্প্রতি দেশটির কংগ্রেস একটি আইন পাস করে, যেখানে ১৮ বছরের বেশি তরুণদের বাধ্যতামূলকভাবে বেসরকারি ফান্ডে যুক্ত হতে হবে। এটি নিয়ে ক্ষোভ দানা বাঁধে দেশটির তরুণদের মনে।





