ব্রাজিলের স্কুলে বন্দুকধারীর হামলা; নিহত ২, আহত ৩

ব্রাজিলে বন্দুকধারীর গুলিতে ২ শিক্ষার্থী নিহত
ব্রাজিলে বন্দুকধারীর গুলিতে ২ শিক্ষার্থী নিহত | ছবি: সংগৃহীত
0

ব্রাজিলের উত্তর-পূর্ব সোব্রাল অঞ্চলের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন দুই শিক্ষার্থী। এসময় আহত হয় আরও তিনজন।

গতকাল (বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর) স্কুলের পার্কিংয়ে ১৬ ও ১৭ বছরের দু’জন টিনেজারকে গুলি করার এ ঘটনা ঘটে।

স্থানীয় নিরাপত্তা বাহিনী জানায়, স্কুল ভবনের পার্কিং লটে বেশ কয়েকজন শিক্ষার্থী দাঁড়িয়ে ছিল। এসময় হুট করেই তাদের লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারী। ঘটনাস্থলেই প্রাণ হারায় দুই শিক্ষার্থী। আহত ৩ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:

এ ঘটনার পর স্থগিত করা হয়েছে স্কুলটির ক্লাস ও পরীক্ষা। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি।

এসএইচ