হুতি গোষ্ঠীর ড্রোন হামলায় আহত ২২ ইসরাইলি

ইসরাইলে ড্রোন হামলা
ইসরাইলে ড্রোন হামলা | ছবি: এখন টিভি
0

ইসরাইলের ইলাত শহরে হুতি গোষ্ঠীর ড্রোন হামলায় আহত হয়েছে অন্তত ২২ ইহুদি। যাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে স্বাধীনতাকামী গোষ্ঠীটি। এ পরিস্থিতিতে থেমে নেই গাজায় আইডিএফের হামলা। গত ২৪ ঘণ্টায় উপত্যকাটিকে ইসরাইলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৮৮ ফিলিস্তিনি। এদিকে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দেয়া দেশগুলোকে নিন্দা জানাতে জাতিসংঘ অধিবেশনে যোগ দিচ্ছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নারকীয় হত্যাযজ্ঞের প্রতিশোধ নিতে এবার লোহিত সাগর উপকূলে ইসরাইলের ইলাতে ড্রোন হামলা করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী। এতে বেশ কয়েকজন ইসরাইলি আহত হয়েছে বলে নিশ্চিত করেছে তেল আবিব। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ভবনও।

ইসরাইলে এ হামলার দায় স্বীকার করেছে হুতি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। তিনি জানান, ইসরাইলকে লক্ষ্য করে একাধিক ড্রোন দিয়ে সফল অভিযান চালায় তারা।

হুতি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ‘ইসরাইলি শত্রুদের ওপর দু’টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে হুতি। এ অভিযান সফল হয়েছে। আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা। এমনকি তারা এসব ড্রোন ভূপতিত করতে পারেননি।’

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া দেশগুলোর প্রশংসায় যখন পুরো বিশ্ব, তখন জাতিসংঘে তাদের নিন্দা জানানোর কথা বললেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় গত বুধবার রাতে নিউইয়র্কের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার সময় এ কথা বলেন তিনি।

আরও পড়ুন:

ইসরাইল প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, ‘যেসব বিশ্ব নেতারা হত্যাকারী, ধর্ষক ও শিশুহত্যা সমর্থন দিয়েছে জাতিসংঘ অধিবেশনে তাদের প্রতি নিন্দা জানাবো। এটি কখনো হওয়ার ছিল না।’

গাজা যুদ্ধ বন্ধে জাতিসংঘে যখন এতো তোড়জোড় তখনও উপত্যকাটিতে হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ। হত্যা করছে নিরীহ ফিলিস্তিনিদের।

এদিকে গাজার উদ্দেশ্যে রওনা দেয়া ত্রাণবাহী জাহাজ ফ্রিডম ফ্রোটিলার বহরকে নিরাপত্তা দিতে যুদ্ধজাহাজ পাঠানোর কথা জানিয়েছে ইউরোপের দুই দেশ ইতালি ও স্পেন।

ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, ‘কারা হামলার সঙ্গে জড়িত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জাহাজে যারা আছেন তাদের উদ্ধার অভিযানে ইতালি তাদের পাশে রয়েছে।’

স্পেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, ‘ভূ- মধ্যসাগরে নাগরিকদের নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব। ফ্রিডম ফ্রোটিলার ত্রাণবাহী জাহাজের নিরাপত্তায় স্পেন পাশে রয়েছে।’

এ পরিস্থিতিতে ফ্রিডম ফ্রোটিলার বহরকে পার্শ্ববর্তী কোনো দেশে নোঙ্গর করার নির্দেশ দিয়েছে ইসরাইল। অন্যথায় কঠিন পরিণতির হুঁশিয়ারি তেল আবিবের ।

এফএস