টয়োটা গাড়ির ক্রয়াদেশ ব্রাজিলে অনির্দিষ্টকালের জন্য স্থগিত

টয়োটা
টয়োটা | ছবি: সংগৃহীত
0

ভারী বৃষ্টিতে টয়োটা কোম্পানির ব্রাজিলের পোর্তো ফেলিজ অঞ্চলে অবস্থিত গাড়ির ইঞ্জিন তৈরির কারখানা এবং সোরোকাবায় অবস্থিত গাড়ির অ্যাসেম্বল কারাখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচণ্ড বাতাসে উড়ে গেছে কারখানার ছাদ ভেঙে পড়েছে সিলিং। ভারী বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে বহু যন্ত্রপাতি ও মেশিন। আহত হয়েছেন অন্তত ৩০ শ্রমিক। বাধ্য হয়ে স্থানীয় বাজারে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে টয়োটা কোম্পানির নতুন মডেলের গাড়ির ক্রয়াদেশ।

আরও পড়ুন:

জলবায়ু পরিবর্তনের কারণে এই শতাব্দীতে প্রলয়ংকারী হ্যারিকেন হওয়ার শঙ্কা আগের সময়ের চেয়ে ১০ শতাংশ বাড়তে পারে।

এমন উদ্বেগের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসন বিভাগ।

এছাড়া, পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ায় হ্যারিকেনের শক্তি ও গতি বেড়েছে বলেও রিপোর্টে জানিয়েছে সংস্থাটি।

এদিকে, গ্রিনহাউস গ্যাসের কম নিঃসরণের জন্য জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর কথা বলেছেন গ্রানথাম ইনস্টিটিউটের পরিচালক।

সেজু