ভারী বৃষ্টিতে টয়োটা কোম্পানির ব্রাজিলের পোর্তো ফেলিজ অঞ্চলে অবস্থিত গাড়ির ইঞ্জিন তৈরির কারখানা এবং সোরোকাবায় অবস্থিত গাড়ির অ্যাসেম্বল কারাখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচণ্ড বাতাসে উড়ে গেছে কারখানার ছাদ ভেঙে পড়েছে সিলিং। ভারী বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে বহু যন্ত্রপাতি ও মেশিন। আহত হয়েছেন অন্তত ৩০ শ্রমিক। বাধ্য হয়ে স্থানীয় বাজারে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে টয়োটা কোম্পানির নতুন মডেলের গাড়ির ক্রয়াদেশ।