ইসরাইলি হামলায় একদিনে নিহত ৩০, জাতিসংঘের নিন্দা

ফিলিস্তিনের পশ্চিম তীর
ফিলিস্তিনের পশ্চিম তীর | ছবি: সংগৃহীত
0

গাজার মূল শহর থেকে বাসিন্দাদের উৎখাত করতে আকাশ ও স্থলভাগে চলছে ইসরাইলের অভিযান। ইসরাইলি হামলায় গতকাল (মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর) গাজায় প্রাণ গেছে আরও ৩০ জনের। ভয় দেখিয়ে, হামলা করে লক্ষাধিক ফিলিস্তিনিকে ঘরছাড়া করায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

এদিকে গাজার পথে যাত্রা করা ত্রাণবাহী জাহাজের বহর ফ্লোটিলার খুব কাছে বিস্ফোরণ হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি জ্যামারের সাহায্যে তাদের সঙ্গে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়ার চেষ্টা চলছে বলেও জানান তারা। ফিলিস্তিনের গাজার ক্ষুধার্ত মানুষের কাছে জরুরি মানবিক ত্রাণ পৌঁছে দিতে শুরু হয়েছে ফ্লোটিলার এ যাত্রা।

আরও পড়ুন:

যাত্রার শুরুতে যেখানে ছিল ৪০টির বেশি দেশের ৫০টির বেশি জাহাজ। এই মিশনে আছেন মানবাধিকার কর্মী, চিকিৎসক, শিল্পী, ধর্মীয় নেতা, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ। আরও আছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ।

ইএ