ঝালকাঠিতে শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ঝালকাঠিতে ওসমান হাদির গায়েবানা জানাজা
ঝালকাঠিতে ওসমান হাদির গায়েবানা জানাজা | ছবি: এখন টিভি
0

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ২০ ডিসেম্বর) বাদ জোহর ঝালকাঠি শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় শহর ও আশপাশের বিভিন্ন এলাকার মসজিদ থেকে আগত বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। জানাজা শেষে মরহুম শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত মুসল্লিরা ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

জানাজায় অংশ নেয়া মুসল্লিরা বলেন, ‘এ ধরনের হত্যাকাণ্ড সমাজে নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে।’ এ সময় বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করা জরুরি বলেও জানান তারা।

আরও পড়ুন:

গায়েবানা জানাজায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীদের মতে, শরিফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী ও প্রতিবাদী কণ্ঠস্বর। তার অকাল মৃত্যু শুধু পরিবার কিংবা সহকর্মীদের জন্য নয়, বরং পুরো সমাজের জন্যই এক অপূরণীয় ক্ষতি।

জানাজায় অংশ নেয়া অনেকেই বলেন, ‘অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ভূমিকার জন্য শরিফ ওসমান হাদি সাধারণ মানুষের কাছে জনপ্রিয় ছিলেন। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।’

উল্লেখ্য, শরিফ ওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে বিভিন্ন মহলে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সংগঠন এরইমধ্যে এই হত্যাকাণ্ডের বিচার দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

ইএ