ইকুয়েডরে কারাগারের ভেতরে সংঘর্ষে ১৪ জনের প্রাণহানি

কারাগারে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বিপুল আইনশৃঙ্খলা বাহিনী
কারাগারে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বিপুল আইনশৃঙ্খলা বাহিনী | ছবি: সংগৃহীত
0

ইকুয়েডরের বন্দর নগরী মাচালায় একটি কারাগারের ভেতরে সংঘর্ষে মারা গেছে অন্তত ১৪ জন। আহত হয়েছে বেশ কয়েকজন। পালিয়ে গেছে বহু বন্দি।

স্থানীয় পুলিশ জানিয়েছে, কারাগারের ভেতরে লস লোবোস এবং সাও বক্স নামে দুই গ্যাংয়ের সদস্যদের সংঘর্ষ রূপ নেয় সহিংসতায়।

আরও পড়ুন:

এরপরই তারা সংঘর্ষে জড়ায় কারা কর্তৃপক্ষের সঙ্গে। এতে একজন কারারক্ষীসহ আরও এক পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন।

পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে কারাগারে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বিপুল আইনশৃঙ্খলা বাহিনী।

সেজু