বাগরাম বিমানঘাঁটির নিয়ন্ত্রণ ফিরিয়ে না দিলে খারাপ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

বাগরাম বিমানঘাঁটি
বাগরাম বিমানঘাঁটি | ছবি: সংগৃহীত
0

আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে না দিলে খারাপ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (শনিবার, ২০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি।

এর আগে, গেলো বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ট্রাম্প বলেছিলেন, ‘২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দুই দশক ধরে মার্কিন সেনাদের প্রধান ঘাঁটি ছিল বাগরাম। যুক্তরাষ্ট্র আবারও এই ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে চায়।’

আরও পড়ুন:

আশির দশকে আফগান যুদ্ধের সময় সোভিয়েতদের প্রধান ঘাঁটি ছিল এই বাগরাম। তালেবানকে ক্ষমতাচ্যুত করার পর বাগরামের দখল নিতে তা পুনর্নির্মাণ করে সেখানে ৭৭ বর্গকিলোমিটারের একটি ঘাঁটি গড়ে তোলে মার্কিন সেনাবাহিনী। 

এই ঘাঁটিতে মার্কিন সেনাদের একটি কারাগারও ছিল। যেটি পরিচিতি পায় গুয়ান্তানামো কারাগার হিসেবে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা এবং বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প প্রত্যেকেই বাগরাম সফর করেছেন।

এসএইচ