মোদির জন্মদিনে রুশ প্রেসিডেন্ট পুতিনের শুভেচ্ছা বার্তা

রুশ প্রেসিডেন্ট পুতিন ও নরেন্দ্র মোদি
রুশ প্রেসিডেন্ট পুতিন ও নরেন্দ্র মোদি | ছবি: সংগৃহীত
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। শুভেচ্ছাবার্তায় নয়াদিল্লি-মস্কোর সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ক্রেমলিনের ওয়েবসাইটে এক বার্তায় পুতিন বলেন, ইতোমধ্যেই ভারতের সঙ্গে সুসম্পর্ক রয়েছে রাশিয়ার। সামনের দিনগুলোতে তা আরও ইতিবাচক পথে আগাবে বলে জানান তিনি।

আরও পড়ুন:

পুতিন ছাড়াও মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আন্তনি আলবানিজ, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। অনেকে আবার ভিডিও বার্তা জন্মদিনের শুভেচ্ছা জানান তাকে।

এফএস