ক্যারিবীয় সাগরে মার্কিন হামলায় ভেনেজুয়েলার জাহাজে ৩ জন নিহত

ট্রাম্পের পোস্ট করা হামলা হওয়া জাহাজের ছবি
ট্রাম্পের পোস্ট করা হামলা হওয়া জাহাজের ছবি | ছবি: সংগৃহীত
0

ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন অন্তত ৩ জন। এ নিয়ে দ্বিতীয়বার হামলা চালিয়েছে দেশটি। জাহাজটি দিয়ে মাদক পাচার হচ্ছিল বলে অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

মাদকবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেনারা। গত কয়েকদিন ধরেই তুঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা উত্তেজনা।

আরও পড়ুন:

দেশটির মাদকের ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলার উদ্দেশে এরই মধ্যে ক্যারিবীয় উপকূলে একাধিক যুদ্ধজাহাজ, ফাইটার জেট, ক্ষেপণাস্ত্র ও বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে ওয়াশিংটন। 

এর আগে, একইভাবে ভেনেজুয়েলার জাহাজে মার্কিন হামলায় নিহত হন অন্তত ১১ জন। যুক্তরাষ্ট্রের এ আগ্রাসনের পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

এসএইচ