রাশিয়ার কাছাকাছি দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: আল জাজিরা
0

পুতিনের ঘনিষ্ঠ মেদভেদেভের পারমাণবিক হুমকির জবাবে রাশিয়ার কাছাকাছি অঞ্চলে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে যুদ্ধবিরতি ইস্যুতে ট্রাম্পের দেয়া আল্টিমেটাম উপেক্ষা করায় মেদভেদেভের উস্কানিতেই মার্কিন নিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যকার স্নায়ুযুদ্ধ উত্তেজনার পারদ বাড়ছে। যা থেকে এখন পারমাণবিক সাবমেরিন লড়াইয়ের শঙ্কা তৈরি হয়েছে। ট্রাম্পকে নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অধীনে থাকা দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের উস্কানিমূলক মন্তব্যেই মূলত থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এরইমধ্যে রাশিয়ার কাছাকাছি দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের দেয়া শর্ত ও আল্টিমেটাম সবকিছুকে উপেক্ষা করে সম্প্রতি কটাক্ষ করে যাচ্ছেন পুতিনের ঘনিষ্ঠ সহযোগী মেদভেদেভ। আশির দশকে গড়ে তোলা প্রতিশোধমূলক স্বয়ংক্রিয় পারমাণবিক অস্ত্র ব্যবস্থা ডেড হ্যান্ড-কতটা বিপজ্জনক হতে পারে, সে বিষয়ে ট্রাম্পের সচেতন থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। এর প্রেক্ষিতে মার্কিন নিরাপত্তার স্বার্থে রাশিয়ার কাছাকাছি দুটি পারমাণবিক সাবমেরিন পাঠাচ্ছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘একটি হুমকি দেয়া হয়েছিল। তাই আমাকে খুব সাবধান থাকতে হবে। আমি আমাদের জনগণের নিরাপত্তার ভিত্তিতে এটি করেছি। কারণ রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট হুমকি দিয়েছিলেন। আমরা আমাদের জনগণকে রক্ষা করতে যাচ্ছি।’

আরও পড়ুন:

পারমাণবিক অস্ত্র ব্যবস্থা ডেড হ্যান্ডর হুমকিতেই ক্ষান্ত ছিলো না রাশিয়া। ২৩ থেকে ২৭ জুলাই পর্যন্ত প্রশান্ত মহাসাগর, ব্যারেন্স সাগর ও বাল্টিক সাগরের জলরাশিতে একাধারে-অপারেশন জুলাই স্টর্ম- নামে এক বিশাল নৌ-মহড়া চালিয়েছে তাদের নৌবাহিনী। এতে অংশ নিয়েছিলো অত্যাধুনিক সাবমেরিনসহ ১৫০টির বেশি যুদ্ধজাহাজ, ১৫ হাজার সামরিক সদস্য এবং ১২০টির বেশি সামরিক বিমান।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চালানো ওই মহড়া চলাকালীন, ২৪ জুলাই কনিয়াজ পোজারস্কি নামে নতুন একটি পারমাণবিক সাবমেরিনের উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের মতে, এটি চতুর্থ প্রজন্মের একটি পারমাণবিক সাবমেরিন। যা একটি আধুনিক ক্ষেপণাস্ত্র এবং টর্পেডো অস্ত্র ব্যবস্থা, নেভিগেশন সিস্টেম, রেডিও-টেকনিক্যাল এবং হাইড্রোঅ্যাকোস্টিক অস্ত্র দিয়ে সজ্জিত।

ইএ