সপ্তাহ না পেরুতেই ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে ফের রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।
আজ (শনিবার, ১২ এপ্রিল) দুপুরে ইসরাইলের দক্ষিণাঞ্চলের নীর ইতজাক অঞ্চলে তিনটি রকেট ছোড়ে তারা। হামলার ঘণ্টাখানেক পরই এর দায় স্বীকার করেছে হামাস।
মুহূর্তেই জরুরি সাইরেন বাজিয়ে এই অঞ্চলের বাসিন্দাদের সতর্ক করে তেল আবিব। অবশ্য রকেট তিনটিকে ভূপাতিত করার দাবি করেছে তেল আবিব। এতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছে ইহুদিরা।
অবশ্য এই হামলার জেরে কঠিন পরিণতি দেখতে হবে ফিলিস্তিনিদের, এমনটাই হুঁশিয়ারি দিয়েছে আইডিএফ।
এক টুইট পোস্টে আইডিএফ জানায়, খান ইউনিস থেকে ফিলিস্তিনিদের একেবারে উচ্ছেদ করা হবে। আর হামাসের জন্য এটাই তাদের শেষবারের মতো হুঁশিয়ারি।