গাজায় গণহত্যার জবাবে ইসরাইলে রকেট হামলা হামাসের

গাজায় গণহত্যার জবাবে ইসরাইলে রকেট হামলা হামাসের | এখন
0

গাজায় গণহত্যার জবাবে ইসরাইলের আশদোদ শহরে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড। রোববার (৬ এপ্রিল) রাতে চালানো এসব হামলা অন্তত তিনজন ইসরাইলি আহত হয়েছেন।

তবে হামাসের ছোড়া বেশিরভাগ রকেটই প্রতিহত করায় সামান্য ক্ষয়ক্ষতির দাবি ইসরাইলের। কিন্তু হামাস ইসরাইলকে লক্ষ্যবস্তু করার পর গাজার বাসিন্দাদের জোরপূর্বক স্থানান্তরে চাপ দিচ্ছে ইসরাইলি বাহিনী।

এমনকি গত একদিনে ৪০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যার পর গাজায় প্রাণহানি বেড়ে অন্তত ৫০ হাজার ৭শ'।

অন্যদিকে অধিকৃত পশ্চিমতীরে ১৪ বছর বয়সী এক ফিলিস্তিনি আমেরিকান বালককে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরাইল।

এছাড়া হুতিদের লক্ষ্যবস্তুতে চালানো মার্কিন বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানায় নিহত হয়েছে অন্তত ৪ জন।

ইএ